সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:৩৯ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩ম মৃত্যৃবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চনের বিরাব খালপাড় এলাকায় তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু মোহাম্মদ মাসুমসহ রূপগঞ্জ থানা, কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মতিন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

পরে মতিন চৌধুরীর জীবনী নিয়ে আলোচনাসভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মতিন চৌধুরী ছিলেন রূপগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক রূপগঞ্জের স্বপ্ন দ্রষ্টা। তিনি শুধু রূপগঞ্জের নয়, সারা দেশের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বেঁচে থাকলে দেশ আরও উন্নত হতো। রূপগঞ্জবাসী আজীবন তাঁকে স্মরণে রাখবে।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

আব্দুল মতিন চৌধুরীর ২০১২ সালে ৪ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

আব্দুল মতিন চৌধুরী নারায়গঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।