সোশ্যাল এইড-এর উদ্যোগে জেলে সম্প্রদায়ের মাঝে নৌকা ও জাল বিতরণ

ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের বন্দর মার্কেট (কালিদাস পাহালিয়া নদী সংলগ্ন) প্রাঙ্গণে বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত জেলে সম্প্রদায়ের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সোশ্যাল এইড-এর উদ্যোগে নৌকা ও জাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ১২ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় নবাবপুর ইউনিয়নের মজুপুরস্থ জেলে সম্প্রদায়ের ১৫টি জেলে পরিবারের মাঝে ১৫টি নৌকা ও প্রত্যেক জেলেকে প্রতি ক্যাটাগরিতে ৩.৫ কেজি করে ৩ ক্যাটাগরিতে মোট ১০.৫ কেজি করে মাছ ধরার জাল বিতরণ করা হয়।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
সোশ্যাল এইড ফেনীর প্রোগ্রাম ম্যানেজার এম. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম জহির এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবুল আকতার, নির্বাহী পরিচালক, সোশ্যাল এইড, ঢাকা।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
এ মহতি উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেছে লাইফ এবং বাস্তবায়ন করেছে সোশ্যাল এইড।