জুলাইয়ে বিজিবি’র অভিযানে ১৭৪ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:১২ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৫ সালের জুলাই মাসে সীমান্ত এলাকা ও দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মোট ১৭৪ কোটি ২৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে।

জব্দ পণ্যের মধ্যে রয়েছে—৯ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ১৯ কেজি ৮৩৮ গ্রাম রূপা, ১৫,০৪১টি শাড়ি, ৮,৮১১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২,২৯৬টি প্রস্তুত পোশাক, ২,৯৪১ মিটার থান কাপড়, ২,৮৯,০৬১টি কসমেটিকস সামগ্রী, ১০,৯১,২৭২টি আতশবাজি, ৩,৯২১ ঘনফুট কাঠ, ৩,৩৪৫ কেজি চা পাতা, ৬৮,১২৯ কেজি সুপারি, ১৬,১৩৪ কেজি সার, ১০,৮৭৫ কেজি কয়লা, ৪০,৩৭৩ কেজি সুতা/কারেন্ট জাল, ৩৪৩টি মোবাইল, ৪৬৮টি ব্যাটারি, ৭,৮৬১টি মোবাইল ডিসপ্লে, ৪৬,৬৪৪টি চশমা, ৬,০২৪ কেজি ফল, ৬০৭ লিটার ভোজ্য তেল, ৯৫১ লিটার ডিজেল, ৭,৮৩৫ কেজি জিরা, ৫৯১ প্যাকেট বীজ, ১৯১ ব্যাগ চিংড়ির পোনা, ১,৯৬৩ কেজি কফি, ২,২২,৮৯৯ পিস চকোলেট, ৯৪৩টি গরু/মহিষ, কষ্টি পাথরের ২টি মূর্তি, বিভিন্ন যানবাহন ও নৌযান।

আরও পড়ুন: আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার

অস্ত্রের মধ্যে জব্দ হয়েছে—১০টি দেশি/বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি এসএমজি, ২টি রাইফেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ৫টি ম্যাগাজিন, ৭৫ রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গান পাউডার এবং ১১টি অন্যান্য অস্ত্র।

এছাড়া, মাদকদ্রব্যের মধ্যে রয়েছে—৯,৮৯,৫৮৩ ইয়াবা, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ, ৩.৪৫ কেজি হেরোইন, ১৪০ গ্রাম কোকেন, ১০,৬৮৭ বোতল ফেনসিডিল, ৭,৮৭০ বোতল বিদেশি মদ, ৩৩৪ লিটার বাংলা মদ, ৯৪১ ক্যান বিয়ার, ২,০২১.৫ কেজি গাঁজা, ৪,০৬,৬৩৭ প্যাকেট বিড়ি-সিগারেট, ৪৫৫ কেজি তামাক পাতা, ৮০,৬৯৯ নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪,৯৫৯ বোতল ইস্কাফ সিরাপ, ৯,২৯৮ এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট ও ৩৭,৭৩,২১২ বিভিন্ন ট্যাবলেট।

আরও পড়ুন: ‎না ফেরার দেশে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার

অভিযানে ২১৩ জন চোরাচালানকারী, ২০৪ জন বাংলাদেশি ও ৯ জন ভারতীয় নাগরিককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৫৪০ জন মায়ানমার নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।