নবীনগর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

Sanchoy Biswas
ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৫১ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য বোরহান উদ্দিন আহমেদ (নসু)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাতে ঢাকার উত্তরার মৌশাইর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (০৪ আগস্ট) বোরহান উদ্দিন আহমেদের ভাতিজা মাওলানা আবদুল মতিন তার চাচার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "চাচাকে শনিবার রাতে ঢাকার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে গেছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।" শেখ হাসিনার সরকারের পতনের পর নবীনগরে কোনো জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা হিসেবে তিনিই প্রথম গ্রেপ্তার হলেন। বোরহান উদ্দিন আহমেদ নসু নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার গ্রেপ্তারের খবরটি রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

নবীনগর পৌরসভার আওয়ামী লীগ সভাপতি বোরহান উদ্দিন আহমেদ তাদেরই একজন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

সোমবার (৪ আগস্ট) সকালে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বোরহান উদ্দিন আহমেদের আটকের খবর শুনেছেন, তবে এ বিষয়ে এখনো কোনো দাপ্তরিক তথ্য পাননি।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার