নরসিংদীতে গ্যাস লাইনের লিকেজ থেকে একই পরিবারের দগ্ধ ৩, নিহত ১

নরসিংদীর মাধবদীতে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ আকলিমার মৃত্যু হয়।
সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার মাধবদী থানাধীন নুরালাপুরের আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার
নিহত আকলিমা (৩০) ওইগ্রামের এমরানের স্ত্রী। এসময় তাদের দুই সন্তান সিয়াম (১২) ও সামিয়া (১৪) গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টায় গৃহবধূ আকলিমা খাবার গরম করার জন্য রান্না ঘরের চুলা ধরার জন্য দিয়াশলাই দিয়ে আগুন ধরাতে গেলে মুহূর্তের মধ্যে ঘরে আগুন লেগে যায়। এসময় আকলিমা ও তার দুই সন্তান আগুনে দগ্ধ হয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে তাদের অবস্থা অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আকলিমার মৃত্যু হয়।
আরও পড়ুন: না ফেরার দেশে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার
এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন যাবৎ নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক মাকসুদুর রহমানের পরোক্ষ মদদে তার নিজ এলালাকা নরসিংদীর মাধবদী নুরালাপুরা ও আলগী সহ মাধবদী এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছে একটি চক্র। এর প্রেক্ষিতে এলাকাবাসী কয়েকবার নরসিংদী তিতাস গ্যাস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু অদৃশ্য কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আর সঠিক সময় ব্যবস্থা গ্রহণ না নেওয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে মনে করেন স্থানীয়রা।
এব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধে নিহত আকলিমার লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খোঁজ খবর নিচ্ছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।