চানপুরে অভিযান চালিয়ে ২ মাদক কারবারি কে ইয়াবা সহ গ্রেফতার করেছে যৌথবাহিনী

Sanchoy Biswas
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুনারুঘাট উপজেলার চানপুর থেকে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৫২২ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় এক নারী মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। 

রবিবার (১০ আগস্ট) দুপুরে চুনারুঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

বিষয়টি নিশ্চিত করে ওসি নুরে আলম জানান, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরেই মাদক বিক্রি করে আসছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হল, পশ্চিম চানপুর গ্রামের পঞ্চ প্রসাদ মুন্ডার পুত্র সমর মুন্ডা (২৩) ও মৃত ভাদ মুন্ডার পুত্র 

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

পূর্ণ দেব মুন্ডা (৪০)। এসময় অনিল উরাং এর স্ত্রী স্মৃতি উরাং (৩৫) পালিয়ে যায়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।