কাশিয়ানীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য যুব র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: এমদাদুল হকের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খানজাহান আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির বিকল্প নেই। তাই যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সৃষ্টিশীল কাজে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে এবং যুব ঋণের এই টাকা কাজে লাগিয়ে আত্মকর্ম সংস্থান সৃষ্টি করতে হবে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর যুব শক্তিকে সম্পদে পরিণত করতে জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে। বেকার যুবকদের ইএআরএন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত আছে। যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান প্রধান, খাদ্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা ভোরের কাগজ প্রতিনিধি মোঃ শহীদুল আলম মুন্না, যায়যায়দিন প্রতিনিধি নিজামুল আলম মুরাদ, করতোয়া প্রতিনিধি লিটন সিকদার, আমার দেশ প্রতিনিধি সোহানুর রহমান সোহান, যুব উদ্যোক্তা বিল্লাল শেখ, হারুনার রশিদ রাব্বি, মাহামুদা খানম।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
এছাড়াও উপজেলায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা, যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে ১০জন যুব উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক (৯ লক্ষ ৪০ হাজার টাকা), ১টি ব্যাচের ৩০টি সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সরকার ৪ হাজার ৯৮৫ জন যুবকে মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা যুব ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৩৪ জন যুব ও ২ হাজার ৪৫১ জন যুব নারী এই ঋণ পাবেন।