লাকসাম পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উৎসবের আমেজ

আগামী ১৪ আগষ্ট লাকসাম পৌরসভা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। পৌর শহরের অলিগলিতে বিএনপি’র নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করেছে। কাউন্সিলের সভাপতি পদে ৪ জন,সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র নেয়া হয়েছে। গতকাল সোমবার জেলা বিএনপির রিটানিং কর্মকর্তা এড.টিপুর নিকট মনোনয়নপত্র দাখিল করে।
বিএনপি সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভা অডিটরিয়াম হলে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কাউন্সিলদের ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন থেকে লাকসাম উপজেলা বিএনপির ৭টি ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিটি সম্মেলনে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শিল্পপতি আবুল কালাম উপ¯ি’ত ছিলেন। পৌরসভা বিএনপির সম্মেলন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গত ৫ আগষ্ট কেন্দ্রীয় বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক চৈতী কালাম সম্মেলনের তারিখ ঘোষনার পর নেতাকর্মীদের মাঝে নির্বাচনের আমেজ দেখা দেয়। শহরের গুরুত্বপূর্ন প্রধান প্রধান সড়কে সভাপতি, সেক্রেটারী ও সাংগঠনিক প্রার্থীদের বিলবোর্ড, পোষ্টার ছেয়ে গেছে লাকসাম পৌরএলাকায়। গত রবিবার থেকে জেলা বিএনপি’র কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করে। আলহাজ্ব মজির আহমদের মনোনয় পত্র দেয়াকে কেন্দ্র করে রাত ৮টা পর্যন্ত তার সমর্থদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে মজির আহমেদ মনোনয়ন পত্র দেয়া হয়। সভাপতি পদে সাবেক পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, ভাইয়া গ্রুপের পরিচালক আলহাজ্ব মজির আহমদ, অপরপ্রার্থী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক, সাবেক সভাপতি আবুল হাসেম মানু, আলহাজ্ব মোস্তফা কামাল ও নিজাম উদ্দিন। সেক্রেটারী পদে পৌর বিএনপি’র সদস্য সচিব ও গুম হওয়া হুমায়ুনের ছোট ভাই গোলাম ফারুক, বেলালুর রহমান মজুমদার ও আবুল হোসেন মিলন। সাংগঠনিক পদে মাহবুবুর রহমান মানিক, সোহেল ও আবু বকর মিল্টন মনোনয়ন পত্র সংগ্রহ করে। গতকাল সোমবার সবাই মনোনয়নপত্র জেলা রিটানিং কর্মকর্তার নিকট দাখিল করেন। আগামী ১৪ আগষ্ট পৌর অডিটরিয়াম হলে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট কাউন্সিলর সংখ্যা ৬৩৯ জন ভোটার রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
এই ব্যাপারে সভাপতি প্রার্থী আলহাজ্ব মজির আহমদ দৈনিক সকালের সময় প্রতিনিধিকে জানান, আমি অতীতে বিএনপির জন্য অনেক কাজ করেছি। সত্যিকার অর্থে আমার কাজ ও জনপ্রিয়তা থাকলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি সকলের দোয়া কামনা করছি।