ইসলামী শিক্ষার অগ্রযাত্রায় নেত্রকোনায় কওমি ছাত্রীর বৃত্তি ও পুরস্কার বিতরণ

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:২৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫

নেত্রকোনায় আঞ্চলিক কওমি মহিলা মাদরাসা শিক্ষাবোর্ডের ৫ম বৃত্তি পরীক্ষা এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী ছাত্রীদের মাঝে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল ৯টায় বাহিরচাপড়া এলাকায় ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি অডিটরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি হাফেজ মাওলানা মোসলেহুদ্দীন রাজু। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা মুফতি মাহফুজুল হক। সভাপতিত্ব করেন নেত্রকোনা আঞ্চলিক কওমি মহিলা মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা আজিজুর রহমান। মুহাম্মদ আসাদুর রহমান আকন্দ, মহাসচিব নেত্রকোনা আঞ্চলিক কওমি মহিলা মাদরাসা শিক্ষা বোর্ড।

আরও পড়ুন: ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষক ও নৈশ প্রহরীকে বিদায়

বক্তারা বলেন, কওমি মাদরাসার ছাত্রীদের আধুনিক জ্ঞানচর্চার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ করে তুলতে বেফাক দীর্ঘদিন ধরে কাজ করছে। এ ধরনের বৃত্তি পরীক্ষা ও পুরস্কার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মেধাবী ছাত্রীদের হাতে সনদপত্র, বৃত্তি ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, অভিভাবক ও আলেম সমাজের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন