নৌকাসহ ১২ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ শিকার শেষে ফেরার পথে ১২ জন বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন—মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। বাকি একজনের নাম এখনও জানা যায়নি।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি
নৌকার মালিক সোলতান আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা মাছ ধরা শেষে ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা নৌকাটি থামিয়ে জেলেদের ধরে নিয়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, "বিষয়টি আমরা জেনেছি। অপহৃত জেলেদের দ্রুত ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে।"
আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানের ব্যাপক গণসংযোগ