বরিশালে ভুয়া গোয়েন্দা সদস্য আটক

Sadek Ali
এম আর কামরুল,বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বরিশালে ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করেছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। মেহেদী হাসান শাওন নামে এক গোয়েন্দা সদস্য পরিচয়ে কেন্দ্রীয় কারাগারে এক আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েছেন।

শনিবার (২৩ আগস্ট) সকালে তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

আটককৃত শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের মোঃ ফিরোজ আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র জব্দ করা হয়।

কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে শাওন জেলে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুহানের সঙ্গে দেখা করতে চান। তখন তাকে শনিবার সকালে আসতে বলা হয়। শনিবার সকালে এসে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেন। সন্দেহ হলে আইডি কার্ড চাইলে তা দেখাতে ব্যর্থ হন। পরে তার ভুয়া পরিচয় ফাঁস হয়ে যায়।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন নিজের ভুল স্বীকার করেন। তবে কেন তিনি কারাগারে আসামি হোসাইনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সে বিষয়ে কিছু জানাননি।স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। কখনও নিজেকে ডিজিএফআই, কখনও বিজিবি, আবার কখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করছেন। চাকরি দেয়ার নামেও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জেল সুপার মঞ্জুর হোসেন আরও জানান, শাওন ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন। এ ঘটনায় মামলা করা হবে এবং তাকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।