হবিগঞ্জ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় সদর মডেল থানায় অনুষ্ঠিত হাউজ ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম।
আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি
সভাপতিত্ব করেন সদর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন। সভায় উপস্থিত জনতা শহরে চুরি, ছিনতাই ও জুয়াড়ি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার জনতার উদ্দেশ্যে বলেন, তিনি যোগদানের পর থেকেই মাদক ও জুয়াসহ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ইতোমধ্যে অনেক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানেও অভিযান চলছে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব না জানিয়ে পুলিশ সুপার বলেন, জনগণ পাশে থাকলে সকল অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি পুলিশকে অপরাধ নির্মূলে নানা নির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- ওসি তদন্ত সফিকুর রহমান, অপারেশন জাহাঙ্গীর আলম, কোর্ট স্টেশন ও চৌধুরী বাজার ফাঁড়ির ইনচার্জ, সদর থানার সকল কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবীসহ সর্বস্তরের জনগণ।