মাধবপুরে আখের বাম্পার ফলন, খুশি কৃষকরা

Sanchoy Biswas
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৫১ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে এবার আখের বাম্পার ফলনে আনন্দে ভাসছেন কৃষকরা। উপজেলার ধর্মঘর, চৌমুহনী ও বহরা ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় আখের ফলন হয়েছে ব্যাপকভাবে। বিশেষ করে আউলিয়াবাদ, রাজাপুর, মনতলা ও হরুষপুর এলাকায় ফলন হয়েছে দ্বিগুণ হারে।

আখচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সময়মতো আখ রোপণ এবং পরিচর্যায় কোনো কমতি না থাকায় ফলন ভালো হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও রাজধানী থেকে পাইকাররা এসে চাষিদের কাছ থেকে ন্যায্য দামে আখ কিনে নিচ্ছেন, এতে খুশি কৃষকেরা।

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

আখচাষি নানু মিয়া বলেন, "এবার আমি ২ বিঘা জমিতে আখ চাষ করেছি। আশা করি গত বছরের তুলনায় এবার ভালো লাভ হবে।"

তিনি আরও জানান, "যে পরিমাণ কষ্ট করেছি, তার ফল হাতে পেয়েছি। আখের বাম্পার ফলনে আমরা সবাই খুবই খুশি।"

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আখের চাষ হয়েছে।

তিনি বলেন, “চাষিরা নিয়মিত কৃষি দপ্তরের পরামর্শ নিয়েছেন এবং নিজেরাও জমিতে শ্রম দিয়েছেন। যার ফলে বিভিন্ন এলাকায় আখের ফলন হয়েছে অত্যন্ত ভালো। এটি মাধবপুরের কৃষিতে একটি বড় অর্জন।”