চাষাঢ়া-পঞ্চবটী-মুক্তারপুর রাস্তার দৃশ্যমান সংস্কার শুরু না হলে লাগাতার আন্দোলন: মাওলানা আবদুল জব্বার

জনদূর্ভোগ লাঘবের লক্ষ্যে চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি রাস্তাটি দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পঞ্চবটি মোড়ে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, “আমরা মনে করেছিলাম ৫ আগস্ট পরবর্তী সারাদেশে অভূতপূর্ব উন্নয়নের ছোয়া লাগবে। যে উন্নয়ন চাষাড়া-পঞ্চবটি-মুক্তারপুর সড়কে হবে বলে ভেবেছিলাম, সেটা এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। আপনারা সংস্কারের কথা বলছেন, কিন্তু আর কতদিন আমাদের চোখের সামনে মুলা ঝুলিয়ে সংস্কারের কথা বলবেন! সংস্কারের কথা বলে যেভাবে কালক্ষেপণ করা হচ্ছে জাতীয় রাজনীতিতে, ঠিক একইভাবে রাস্তা-ঘাট সংস্কারও আজ করবো, কাল করবো বলে বলে নারায়ণগঞ্জবাসীকে কতদিন কষ্টের মধ্যে রাখবেন সেটা আমরা জানতে চাই।
আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি
ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত দিনে উন্নয়নের কথা বলে আমাদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়েছিলো, দেশের টাকা বিদেশে পাচার করেছিলো, জনগণ আর তেমন উন্নয়নের গল্প শুনতে চায় না। আপনারা উন্নয়নের কথা বলে কেনো কাজ বন্ধ করে রেখেছেন তা জাতি জানতে চায়।”
তিনি আরও বলেন, “অত্র এলাকায় যারা বসবাস করে এবং যারা পরিবহনের সাথে সম্পৃক্ত তাদেরকে চাষাড়ার উদ্দেশ্যে বের হতে হলে কয়েক ঘন্টা সময় হাতে নিয়ে বের হতে হয়। মানুষের যে সময় নষ্ট হচ্ছে তার দায়িত্ব কে নিবে? বছরের পর বছর কি উন্নয়ন হচ্ছে, সেটা সাধারণ মানুষ জানতে চায়। জেলা প্রশাসককে বলব, আপনি ছদ্মবেশে এসে মানুষের দুঃখ-কষ্ট দেখে যান। কেন মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আপনারা কাজের জন্য ছয় মাস সময় নিবেন সেটা আমরা মানবো, কিন্তু সেটা দুই বছর মানা সম্ভব নয়। মানুষ ও যানবাহন চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি করে দিতে হবে। নইলে কি হবে সেটা আপনারা দেখতে পারবেন। যদি আগামী এক সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি দেখতে না পাওয়া যায়, তাহলে হাজার হাজার মানুষ নিয়ে আমরা রাজপথে নেমে আসবো।”
আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ
এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের কর্মপারিষদ সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, নাসির উদ্দিন খোকন, আশরাফুল ইসলাম ফরিদ প্রমুখ।