নবীগঞ্জে ভুয়া চিকিৎসক আটক, তিন মাসের কারাদণ্ড

Sanchoy Biswas
স্বপন রবি দাস, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩৪ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার হাসপাতাল রোড এলাকায় একটি ফার্মেসিতে ভুয়া চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে কাজল নাথ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ শহরের হাসপাতাল রোডের দেব নাথ ফার্মেসিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন এ দণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: ১০ ভরি স্বর্ণালংকার মালিককে ফিরিয়ে দিয়ে সিএনজি চালকের অনন্য দৃষ্টান্ত

কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার প্রেমানন্দ নাথের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শহরের শান্তিপাড়া এলাকায় চেম্বার খুলে রোগী দেখতেন। তবে বৈধ চিকিৎসা সনদ বা অনুমোদনপত্র দেখাতে না পারায় এবং তাঁর সেবায় রোগীর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকায় তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় দণ্ড দেওয়া হয়।

অভিযানকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ খান এবং স্যানিটারি ইন্সপেক্টর আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গোয়ালন্দে লাশ পোড়ানোর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কাজল নাথ এর আগেও একাধিকবার ভুয়া চিকিৎসক হিসেবে জেল ও জরিমানার শিকার হয়েছেন।