পটুয়াখালীতে চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৬ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীতে চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন তুহিনের মা মোসাম্মৎ মনি বেগম, স্ত্রী সুখি বেগম, এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ ইসা সহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত দুই সেপ্টেম্বর হত্যাকান্ড ঘটার কয়েক দিন পেরিয়ে গেলেও আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আরও পড়ুন: গোয়ালন্দে লাশ পোড়ানোর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

প্রসঙ্গত: গত পহেলা সেপ্টেম্বর বিকেলে দেড় লাখ টাকা নিয়ে তুহিন বন্ধুদের সঙ্গে যায়; পরদিন রাতে লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে গত চার সেপ্টেম্বর পটুয়াখালী সদর থানায় তিনজন আসামির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।