নরসিংদীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নরসিংদীর শিবপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার মুনসেফেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ‘১৯৭১ সালে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলে ‘
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় স্ত্রী তানিয়াকে (২৫) আটক করে পুলিশ।
ভুক্তভোগী মো. হাসান মোল্লা (২৮) উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর গ্রামের শফিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক।
আরও পড়ুন: জনবল-ঔষধ সংকটে সিরাজদিখানে স্বাস্থ্যসেবা ব্যাহত
স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মোল্লা ট্রাক চালিয়ে প্রতিদিনের মতো সকালে বাড়ি ফিরে আসেন। আজ (মঙ্গলবার) সকালে বাড়িতে এসে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে পুরুষাঙ্গ কেটে ফেলেন। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দেখেন তার পুরুষাঙ্গ দিয়ে রক্ত ঝরছে এবং মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসী ঘাতক স্ত্রী তানিয়াকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, অভিযুক্ত নারী পুলিশের হেফাজতে আছেন, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।