নবীগঞ্জে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষে হত্যা, মামলা ও গ্রেপ্তার ১

Sanchoy Biswas
স্বপন রবি দাস, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:২৮ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টমটম ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক সাব্বির মিয়া নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড়-দুই শত জনকে আসামি করা হয়েছে।

রোববার রাতে নিহত সাব্বির মিয়ার বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলাটি করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন: ১০ ভরি স্বর্ণালংকার মালিককে ফিরিয়ে দিয়ে সিএনজি চালকের অনন্য দৃষ্টান্ত

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, মামলার পর রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে করিমপুর এলাকায় অভিযান চালান। এ সময় কাকুরা গ্রামের বাসিন্দা ও মামলার ৫ নম্বর আসামি জোবায়ের মিয়া (৩৯)–কে গ্রেপ্তার করা হয়। তিনি লেবু মিয়ার ছেলে।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত জোবায়েরকে থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: গোয়ালন্দে লাশ পোড়ানোর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

গত ২ সেপ্টেম্বর সকালে নবীগঞ্জ উপজেলার জামারগাঁও-রাধাপুর ও কাকুরা-করিমপুর এলাকার মধ্যে টমটম ভাড়া নিয়ে বিরোধ বাধে। সকাল ১০টার দিকে দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও গ্রামের ব্যবসায়ী আফজল মিয়ার সঙ্গে কাকুরা ও করিমপুর গ্রামের টমটম ও সিএনজি চালকদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় এক ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই নিহত হন সাব্বির মিয়া।