পাঁচ ট্রলারসহ ৩০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূলে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্র এলাকা থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। তিনি বলেন, জব্দ করা ট্রলারগুলোর মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার এবং দুটি শাহপরীরদ্বীপের জেলেদের মালিকানাধীন।
আরও পড়ুন: অপরাধ জগতের সম্রাট এসআই মিজানুর রহমান প্রবাসীর স্ত্রীকে দিয়ে মামলা বাণিজ্য
চোখের সামনে ঘটনাটি প্রত্যক্ষ করেন অন্যান্য জেলেরা। তাদের বরাত দিয়ে সাজেদ আহমেদ বলেন, ওই সময় সমুদ্রে প্রায় ২০ থেকে ৩০টি ট্রলার মাছ ধরছিল। হঠাৎ দুটি স্পিডবোটে করে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা এসে কয়েকটি ট্রলার থামিয়ে দেয়। পরে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পাঁচটি ট্রলারসহ অন্তত ৩০ জনকে ধরে নিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পাওয়ার পর বিজিবি, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে কতজন জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তার সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: নরসিংদীতে টিউবওয়েলের পানি প্রবাহকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
এ বিষয়ে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, “আমরা বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি। বিস্তারিত তথ্য যাচাইয়ের জন্য অনুসন্ধান চলছে।”