ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন ওসি আজহারুল ইসলামের যোগদান

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আজহারুল ইসলাম। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি নাসিরনগর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: টানা চার দিন অন্ধকারে নবীনগর, বিদ্যুৎ অফিস ঘেরাও করে জনতার বিক্ষোভ
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করার কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পূর্ববর্তী ওসি মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এরপর নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পদায়ন করা হয়।
আরও পড়ুন: ফেনীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স না থাকায় ২ ফার্মেসিকে জরিমানা