ভাঙ্গায় সড়ক অবরোধে থমথমে পরিস্থিতি, থানায় হামলা–অগ্নিসংযোগ
ফরিদপুরের ভাঙ্গায় সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
যেকোনো সময় আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছিল।
আরও পড়ুন: শিক্ষকরা কেবল পাঠদান নয়, ভবিষ্যৎ নির্মাণেও ভূমিকা রাখেন: ডুয়েট উপাচার্য
এই মুহূর্তে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে—পুরো মহাসড়ক এবং ভাঙ্গা উপজেলা বাজার এখন আন্দোলনকারীদের দখলে। প্রথমে তারা ভাঙ্গা থানায় হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এরপর উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে হামলা এবং অগ্নিসংযোগ চালায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংঘর্ষে জড়ানোর পরিবর্তে নিরাপদ স্থানে অবস্থান নিচ্ছেন। আন্দোলনকারীরা দফায় দফায় মহড়া দিচ্ছে, ফলে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আ'লীগ নেতার বোনের বাড়িতে ২৩ তাজা ককটেল উদ্ধার, ভাগ্নিজামাই আটক





