নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ নিহত ১

নরসিংদীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় সদর উপজেলার চরাঞ্চল আলোকবালি ইউনিয়নের মুরাদ নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
নিহত ইদন মিয়া (৭০) উপজেলার মুরাদ নগর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের চাচা।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের পটপরিবর্তন হওয়ার পর থেকে গত বছরের ৫ আগষ্টের পর থেকে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, বাজার দখল সহ এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে দুই গ্রুপ পরস্পর বিরোধে জড়ায়। এর আগেও বেশ কয়েকবার তারা সংঘর্ষে জড়ায়। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইউনিয়ন যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের চাচা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহতদের নরসিংদী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
এবিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত অবস্থায় রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।