গোবিন্দগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: খুনের শহর বগুড়ায় আবারও রামদা দিয়ে কুপিয়ে হত্যা
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ মাসুদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দ্র মোহন রায় স্বপন, সাধারণ সম্পাদক আশিষ কুমার দাস রন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন তালুকদার, সহ-সভাপতি দিপক কর, যুগ্ম সম্পাদক জয় কুমার সাহা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম তুহিন, সুমন চাকী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও পূজারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হলেও তা বাঙালি সংস্কৃতির সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতা জরুরি।
আরও পড়ুন: আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা ড. এম এ কাইয়ুমের সৌজন্য সাক্ষাৎ
ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পূজা মণ্ডপগুলোতে সহযোগিতা ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।
আগামী ২৭ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে ২ অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে। এ বছর গোবিন্দগঞ্জ উপজেলায় ১৩৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ।





