রূপগঞ্জে মহানবীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা.) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে প্রীতম দাস (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইছাপুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

গ্রেপ্তার প্রীতম দাস ওই এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, উপজেলার ইছাপুরা এলাকায় প্রীতম দাস নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা.) নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট ও কমেন্ট করেছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণ তার বাড়ির সামনে ভিড় জমায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলে স্বীকার করে। প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় একটি মামলা করে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠায়।