নিয়মিত শিক্ষার্থী দিয়েই ছাত্রদলের নেতৃত্ব গঠন করতে হবে: এ্যানি

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছাত্রদলকে উদ্দেশ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এই জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। ছাত্রের বন্ধু ছাত্রই হবে, ছাত্রীদের বান্ধবীও ছাত্রী হতে হবে। এর বাইরে কেউ নেতৃত্বে এলে প্রজন্ম তা গ্রহণ করবে না।

তিনি বলেন, বর্তমানে যারা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছেন, তারা সত্যিকারের ছাত্র কি না—তা নিয়েও সন্দেহ রয়েছে। ভবিষ্যতের নেতৃত্ব কলেজের নিয়মিত শিক্ষার্থীদের হাতেই থাকতে হবে। জোর করে চাপিয়ে দেওয়া নেতৃত্ব ছাত্ররাজনীতিকে ধ্বংস করবে।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নের্তৃত্ব গঠনে সময়ের দাবি ও শিক্ষার্থীদের চিন্তা-চেতনাকে গুরুত্ব দিয়ে এ্যানি বলেন, আমরা সবসময় ছাত্র-ছাত্রীদের অনুভূতি ও প্রত্যাশাকে সম্মান করি। তারা সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ নয়। বরং যুগের পরিবর্তন ও গুণগত অগ্রগতির সাথে তাল মিলিয়ে নতুন নেতৃত্ব গড়ে উঠুক—এটাই তারা চায়।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এ্যানি বলেন, গত এক বছরে তিনি যেসব বক্তব্য দিয়েছেন, তাতে বারবার উঠে এসেছে দেশের জেনারেশন তথা প্রজন্মের কথা। দেশ গঠনে গুণগত পরিবর্তন আনতে তিনি নতুন নেতৃত্বের পক্ষে, এবং রাজনীতিতে প্রজন্মের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছেন।  

এ্যানি আরও বলেন, আজকের তরুণ প্রজন্ম যেভাবে তারেক রহমানকে চেনেন, হয়তো সেইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানেন না। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে সবসময়ই দেশ, জনগণ ও প্রজন্মের কথা গুরুত্ব পেয়েছে। তাদের নেতৃত্বে দেশের স্বার্থ ও উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে, এবং আজও সেই ধারা অব্যাহত রয়েছে।

নেতৃত্বের এই ধারাবাহিকতা এবং সময়োপযোগী চিন্তার কারণেই তারেক রহমান আজকের তরুণদের আশার প্রতীক হয়ে উঠেছেন বলেও তারা মন্তব্য করেন।

দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া প্রমুখ।