দেশে আবারও ভূমিকম্প, যশোরের মনিরামপুরে কেন্দ্রস্থল

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থলও ওই এলাকায়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, এটি একটি নিম্নমাত্রার ভূমিকম্প। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। এটি খুব শক্তিশালী না হলেও মানুষ তা স্পষ্টভাবে অনুভব করেছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্র রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
চলতি মাসে এটি তৃতীয়বারের মতো ভূমিকম্প হলো বাংলাদেশে। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প হয়। এরপর ২১ সেপ্টেম্বর সিলেটের ছাতকে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
ঘন ঘন ভূমিকম্প জনমনে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে, যদিও এখনো বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।