সুন্দরবনে ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে ৪ জেলে উদ্ধার
সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে ৪ জেলেকে জিম্মি অবস্থায় উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (৩ অক্টোবর) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় জাহাঙ্গীর বাহিনী কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। খবর পেয়ে ভোর ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ডাকাতদের আত্মসমর্পণ আহ্বান জানাতে কোস্ট গার্ড সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ডাকাতরা জেলেদের রেখে বনের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ
উদ্ধার হওয়া জেলেরা হলেন—খুলনার কয়রা উপজেলার মো. মফিজুল ইসলাম (৪২) ও মো. হাবিবুর রহমান (৩৭), দাকোপ উপজেলার মো. হাবিবুর রহমান (৩৫) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শাহজাহান গাজী (৪০)।
জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখেছিল এবং মুক্তিপণ আদায়ের জন্য শারীরিক নির্যাতন করছিল।
অভিযানে উদ্ধার হওয়া জেলেদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”





