হঠাৎ বুকে ব্যথা ও খিচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:২০ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা যান।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়

* বিভাগ: ভূগোল ও পরিবেশ, ১২ ব্যাচ

* গ্রামের বাড়ি: ভোলা

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী—

* রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে বসেছিলেন হাসিবুর।

* এ সময় হঠাৎ তার খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন।

* দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন বলেন, আমরা একসাথে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাত ১২টায় ক্যাম্পাসে হাসিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।