চুনারুঘাটে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অনশন, দাবি বিয়ের

Sanchoy Biswas
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:০২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে এক হিন্দু যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক মুসলিম তরুণী। তিনি দাবি করেছেন, তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃন্দাবন সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী উপজেলার রানীগাঁও ইউনিয়নের মারজিয়া আক্তার।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

চুনারুঘাট পৌর শহরের শ্রীগুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসুদেব দেবের সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন।

সম্প্রতি বাসুদেব বিয়েতে অস্বীকৃতি জানালে গত শুক্রবার দুপুরে মারজিয়া সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ভিড় জমে যায়। উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

মারজিয়া আক্তার অভিযোগ করে বলেন, “আমি বাসুদেবের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছি। আমাদের সম্পর্কের ভিত্তিতে আমি এখন দুই মাসের অন্তঃসত্ত্বা। অথচ এখন সে বিয়েতে রাজি হচ্ছে না। এটা আমার সঙ্গে প্রতারণা।”

অন্যদিকে বাসুদেবের পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের সঙ্গে আলোচনা চলছে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, দীর্ঘদিনের সম্পর্ক ও প্রতিশ্রুতির পর এখন বিয়েতে অস্বীকৃতি জানানো অন্যায়। অন্যদিকে কেউ কেউ ধর্মীয় ও সামাজিক কারণে এ ধরনের সম্পর্ককে সমর্থন করছেন না।

চুনারুঘাটের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানিয়েছেন, বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তবে আন্তঃধর্মীয় সম্পর্ক হওয়ায় সমাধানে জটিলতা তৈরি হয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, সময়মতো সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। বর্তমানে স্থানীয় প্রশাসন উভয় পরিবারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।