গাজীপুর মহানগরীর ৩৮ নং ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

Sanchoy Biswas
গাজী মামুন, গাজীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৫৪ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরীর ৩৮ নং ওয়ার্ডে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন করা হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

এ সময় আরিফ হোসেন বলেন, “ইলেকট্রনিক ডিভাইস থেকে যুবকদের মনোযোগ সরিয়ে খেলাধুলায় যুক্ত করতে হবে তাতে শরীর ও মন দুটোই ভালো থাকবে। মাদকাসক্তিতে জড়িয়ে পড়লে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই নষ্ট হয়ে যায়।”

৩৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিবের সঞ্চালনায় এবং ঐ ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

এ সময় আরও উপস্থিত ছিলেন গাছা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমতিয়াজ তুষার, আব্দুল মোমেনসহ আরও অনেকে।