সিংড়ায় ইসলামী ব্যাংকে 'এস আলম গ্রুপ' কর্তৃক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর)
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:০৫ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় মাফিয়া গ্রুপ এস আলম কর্তৃক অবৈধ নিয়োগকৃতদের চাকরিচ্যুত করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ। 

সোমবার সকাল ১০ টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকা ইসলামী ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনের সমস্যা সমাধান

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক মাওলানা সাদরুল উলা, ফোরামের সদস্য সচিব আব্দুল মুন্নাফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল মমিন, বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী সদস্য পারভেজ আহমেদ, আল আমিন প্রমুখ। 

এসময় ব্যাংকের গ্রাহক সহ চাকুরী প্রত্যাশীরা অংশ নেন। 

আরও পড়ুন: কাপাসিয়ায় কৃষকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

বক্তারা বলেন, মাফিয়া গ্রুপ এস আলম বাংলাদেশের ব্যাংক খাত লুট করে দেশকে দেউলিয়া বানাতে চেয়েছিলো, তার অনেক নমুনা তারা করেছে। ৮ টি ব্যাংক খাত কে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এস আলম গ্রুপের বিচার এবং অবৈধ নিয়োগ বাতিল করে অদক্ষ কর্মকর্তাদের ছাতাই করে ব্যাংকের শৃংখলা আনার দাবি জানান গ্রাহকরা।