ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সালনা-জয়দেবপুর বাইপাস সড়কের বেহাল দশা

গাজীপুর সিটি করপোরেশনের মধ্য দিয়ে যাওয়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংযোগ সড়ক সালনা-জয়দেবপুর বাইপাস এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। একসময় ব্যস্ততম এই সড়কটি বর্তমানে খানাখন্দে পরিণত হয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকায় রূপ নিয়েছে। প্রতিদিনই এ পথে চলাচলকারী হাজারো মানুষ, শিক্ষার্থী ও শ্রমিক পড়ছেন চরম ভোগান্তিতে।
শিক্ষাপ্রতিষ্ঠান, সাব-রেজিস্ট্রি অফিস ও কারখানার শ্রমিকসহ সবাই এই পথে চলাচল করে থাকে। সড়কের পাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে। রয়েছে সাব-রেজিস্ট্রি অফিস, যেখানে জমি সংক্রান্ত কাজে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন। সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য শিল্পকারখানা ও গার্মেন্টস প্রতিষ্ঠান। ভারী যানবাহনের নিয়মিত চলাচলে রাস্তাটির অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। খানাখন্দে ভরা পথ—বর্ষায় কাদা, শুষ্কে ধুলা। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক পানিতে ডুবে যায়। বড় বড় গর্তে জমে থাকা পানি ও কাদায় ছোট যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। আবার শুষ্ক মৌসুমে ধুলায় পথচারী ও চালকেরা অতিষ্ঠ হয়ে ওঠেন। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
সিটি করপোরেশনের উদাসীনতা নিয়ে ক্ষোভ এলাকাবাসী ও ব্যবসায়ীদের অভিযোগ, একাধিকবার গাজীপুর সিটি করপোরেশনে সড়কটি সংস্কার বা নতুন করে নির্মাণের আবেদন জানানো হলেও কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মাঝে সাময়িক মেরামত করা হলেও কয়েক সপ্তাহের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসে।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, প্রতিদিন এই রাস্তায় চলাচল করা মানেই ঝুঁকি নেওয়া। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়, দুর্ঘটনা লেগেই থাকে।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান
অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে সড়কের এই দুরবস্থার কারণে শিল্পপ্রতিষ্ঠানে কাঁচামাল ও তৈরি পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হচ্ছে। ট্রাক ও কাভার্ডভ্যান আটকে পড়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে গাজীপুরের শিল্পাঞ্চলীয় অর্থনীতিতেও পড়ছে নেতিবাচক প্রভাব।
প্রশাসনের প্রতি স্থানীয় শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত এই সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য গাজীপুর সিটি করপোরেশনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের ভাষায়—উন্নয়নের শহরে অবহেলিত রাস্তায় ভোগান্তি চলবে কেন?
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এই সালনা-জয়দেবপুর বাইপাস সড়কটি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ। প্রতিদিনই এই রাস্তাটি দিয়ে গাজীপুর শহরের বিভিন্ন স্থানে প্রবেশ করেন হাজারো মানুষ।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু হানিফ বলেন, সড়কটির বিষয়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুতই সড়কটি নতুন করে নির্মাণ করা হবে।