কাপাসিয়ায় শনিবার হান্নান শাহ'র স্মরণসভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৫১ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ'র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় আগামী ১১ অক্টোবর শনিবার দুপুর ২টায় এক বৃহৎ স্মরণসভার আয়োজন করা হয়েছে।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

এ উপলক্ষে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্যে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলাদাভাবে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উপজেলার ১১টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে প্রয়াত নেতা হান্নান শাহ'র ছবি সংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সৌজন্যে দলের মহাসচিবকে স্বাগত জানিয়ে অসংখ্য বর্ণাঢ্য গেট নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই স্মরণসভাকে কেন্দ্র করে সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সাজসাজ ভাব পরিলক্ষিত হচ্ছে।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাধারণ মানুষদের দাওয়াতের লক্ষ্যে উপজেলা জুড়ে দিন-রাত মাইকিং করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কাপাসিয়ার সবচেয়ে বড় ঐতিহাসিক মাঠটি লোকে লোকারণ্য হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান তাঁর পিতার স্মরণসভায় কাপাসিয়ার সকল শ্রেণি-পেশার মানুষসহ সাধারণ জনগণকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।