২৪-এর গণঅভ্যুত্থানকে হাইজ্যাকের চেষ্টা চলছে: আল্লামা মামুনুল হক

Sanchoy Biswas
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:১৪ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ১৯৭২ সালের বাকশালের সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল, আজ একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করার অপচেষ্টা চলছে।”

তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানকে বাইপাস করে কেউ যদি রাজনীতি করার চেষ্টা করে, তবে রাজপথে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। আগামীর বাংলাদেশ ৭২-এর সংবিধানের আদর্শে নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের আদর্শে পরিচালিত হবে।”

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

শুক্রবার বিকালে ৩টায় নারায়ণগঞ্জের ডি.আই.টি চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এছাড়া জামায়াতের নেতৃবৃন্দসহ বক্তারা নারায়ণগঞ্জের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ দেশের বিভিন্ন সময়ের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানান।