নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন এমদাদুল হক

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

বুধবার (১৫ সেপ্টেম্বর) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম) এর হাত থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: শিশুকে ভয় দেখিয়ে বলাৎকার, প্রধান অভিযুক্ত গ্রেফতার

মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় জেলা পুলিশ কর্তৃক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত করা হয়।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ভূষিত হওয়ায় মোহাম্মদ এমদাদুল হক বলেন, “জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমাকে মনোনীত করায় মাননীয় পুলিশ সুপার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে আমি আমার সার্ভিস জীবনে ন্যায়-নীতির সঙ্গে জনকল্যাণমূলক কাজ বা সেবা দিয়ে যেতে পারি। পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি—সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।”

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তির দাবিতে জামায়াতের মানববন্ধন