৩৫ বছর পর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৯টায়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত, এরপর বিকেল ৫টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ১৭টি কেন্দ্রের ফল গণনা শুরু হবে।
সকাল সোয়া ৭টায় নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। প্রিজাইডিং অফিসারদের কাছে হালনাগাদ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ওএমআর ব্যালট পেপার ও অমোচনীয় কালি তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে কুপিয়ে হত্যা
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটগ্রহণের জন্য ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি সিসি ক্যামেরা, এবং আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র্যাব ও ২,০০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
এবারের নির্বাচনে ২৮ হাজার ৯০১ জন ভোটার রয়েছেন।
আরও পড়ুন: টেকনাফে দুই গ্রুপের বন্দুকযুদ্ধ, রাতভর আতঙ্কে গ্রামবাসী
১. কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী।
২. সিনেটের ৫টি ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন প্রার্থী।
৩. ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে ৩৯.১% নারী এবং ৬০.৯% পুরুষ। মোট ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ৯৯০টি বুথে ভোটগ্রহণ চলছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ভোটগ্রহণের দায়িত্বে আছেন ২১২ জন শিক্ষক ও ৯১ জন কর্মকর্তা। প্রতিটি ভোটারকে ৪৩টি ভোট দিতে হবে, এতে গড়ে ১০ মিনিট সময় লাগবে।
রাকসু নির্বাচন কমিশন আশা করছে, দীর্ঘদিনের প্রত্যাশিত এই ভোট শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হবে।