বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:২১ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরির উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশা চত্বর সংলগ্ন সুফিয়া কামাল রোড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই উদ্যোগের নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোঃ সাব্বির হোসাইন। তাঁর নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন গাছে পাখিদের জন্য হাঁড়ি টানানো হয়, যাতে তারা নিরাপদে বাসা বাঁধতে পারে।

আরও পড়ুন: নরসিংদীতে আগুনে পুড়লো ৩ শিল্পকারখানা

ছাত্রদল নেতা মোঃ সাব্বির হোসাইন বলেন,ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, আমরা সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধ। পাখিদের জন্য আশ্রয় তৈরি করা আমাদের পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসারই প্রকাশ।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ, সুন্দর ও পাখিবান্ধব করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।”

আরও পড়ুন: মাদারীপুরের নতুন ডিসি আফছানা কিশোরগঞ্জের রত্নগর্ভা মেধাবী মুখ