পুলিশ পেটালেন সাবেক শিবির নেতা, খুনের মামলার আসামি ছাড়ানোর চেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:০৪ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর হামলার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রায়হান (২৭), তিনি হাটহাজারী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে হাটহাজারী থানার প্রাঙ্গণ থেকে রায়হানকে আটক করা হয়।

আরও পড়ুন: মেহেরপুর জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩ কর্মী

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হাটহাজারীর আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির ছাত্র মুহাম্মদ তানভীরকে (১৪) পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযানে গিয়ে একই স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী — সামীর বিন সাইফ (১৬) ও রবিউল ইসলাম (১৬)—কে গ্রেপ্তার করে।

পরে রায়হান নিজেকে শিবির নেতা পরিচয় দিয়ে থানায় উপস্থিত হয়ে আটক হওয়া শিক্ষার্থীদের ছাড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা হয় এবং তিনি এক পুলিশ সদস্যের ওপর শারীরিক হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসক আটক

ঘটনার পর পুলিশ রায়হানকে আটক করে আদালতে পাঠিয়েছে। পাশাপাশি গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় জামায়াত-শিবিরের পুলিশের ওপর হামলার মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রায়হানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।