পরিবারের অভিযোগ প্রেমসংক্রান্ত সংঘাত

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে শিক্ষার্থীর মরদেহ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:২৩ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি বাসার সিঁড়ি থেকে সজিব (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে আগামসিহ লেনের ৯৩/১ নম্বর বাড়ির চারতলার সিঁড়িতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

মরদেহ উদ্ধারের সময় সজিবের গলায় জিআই তার পেঁচানো অবস্থায় ছিল বলে জানিয়েছেন পুলিশ।

আরও পড়ুন: বড়াইগ্রামে গোডাউনে ১৩ টন গুলির খোসা নিয়ে নানা রহস্য

সজিব আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি বংশালেই পরিবারের সঙ্গে থাকতেন।

বংশাল থানার উপপরিদর্শক মো. দুলাল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। বাসার চারতলা থেকে সিঁড়িতে উপুড় হয়ে পড়ে ছিল। বাড়িটির বেশিরভাগ অংশ গোডাউন হিসেবে ব্যবহৃত হয় এবং ওই ফ্লোরের বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে।

আরও পড়ুন: পাবনায় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

হাসপাতালে নিহতের চাচাতো ভাই ইসলাম জানান,সজিবের খাদিজা নামে এক মেয়ের সঙ্গে দীর্ঘ ৬ বছর ধরে সম্পর্ক ছিল। ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে এ সম্পর্ক মেনে নেওয়া হচ্ছিল না।

তার অভিযোগ খাদিজার দুই মামা ইকবাল এবং কামাল মিলে সজিবকে হত্যা করেছে। ঘটনার পর তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এর আগেও ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলায় একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় পুলিশ ত্রিভুজ প্রেমকে কারণ হিসেবে দেখায়।