আবু সুফিয়ানের নেতৃত্বে নালিতাবাড়ীতে বিএনপির আলোচনা সভা ও ৩১ দফা লিফলেট বিতরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩০ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান, সম্মানিত সদস্য, শেরপুর জেলা বিএনপি ও সহ-সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

আরও পড়ুন: তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার

সভায় সভাপতিত্ব করেন মো. আব্দুল জলিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৯নং মরিচপুরান ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইউনিয়নের বাঁশকান্দা বাজারে।

আরও পড়ুন: লাখাইয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলোচনা সভায় বক্তারা বলেন, তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে এক ঐতিহাসিক রূপরেখা। বক্তারা ইউনিয়নবাসীর মধ্যে লিফলেট বিতরণ করেন এবং জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।