সাগর থেকে চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:০৯ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাগরের ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে টেকনাফ উপকূলে মাছ শিকারে গিয়ে চারজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি (AA)।

সোমবার (২৭ অক্টোবর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নরসিংদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

আটক জেলেরা হলেন, শাহপরীর দ্বীপের নুর কালাম, শফি আলম, আবুল কালাম এবং নৌকার মালিক আব্দুর রহমান।

জেলে ইয়াকুব আলী জানান, “আমরা সেন্টমার্টিনের কাছাকাছি এলাকায় মাছ ধরছিলাম। এ সময় হঠাৎ আরাকান আর্মির সদস্যরা একটি মাছ ধরার নৌকা থামিয়ে মাঝিসহ চারজনকে ধরে নিয়ে যায়। সাগরে সীমান্ত নির্ধারণ চোখে বোঝা কঠিন, তাই এমন ঘটনা প্রায়ই ঘটে।”

আরও পড়ুন: র‌্যাব পরিচয়ে মিনিবাসে ডাকাতির আসামী গ্রেপ্তার

জালিয়াপাড়া নৌঘাটের সভাপতি আবদুল গণি বলেন, “আব্দুর রহমান তার নিজস্ব নৌকায় মাঝিমাল্লাসহ মাছ ধরতে যান। সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার একদিনের মাথায় এমন ঘটনা দুঃখজনক। এখন জেলেরা ভয় নিয়ে সাগরে যাচ্ছেন।”

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “চার জেলে আরাকান আর্মির হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জেলেদের সাগরে মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না হয়, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।”

স্থানীয় জেলেরা বলছেন, সাগরের সীমান্ত চিহ্নিত না থাকায় প্রায়ই তারা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমার জলসীমায় প্রবেশ করেন, আর তখনই এমন বিপদের মুখে পড়েন।