দশম ওয়েজ বোর্ড গঠন ও ২১ দফা দাবিতে গাজীপুরে সাংবাদিকদের বিক্ষোভ

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৫ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দশম ওয়েজ বোর্ড গঠন, নবম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও সাংবাদিকদের জন্য পৃথক আদালত স্থাপনের দাবিতে গাজীপুরে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)-এর আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন: দেখিয়েছে জরিনা সংসার করতে হবে সকিনার সাথে: হাসনাত আব্দুল্লাহ

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও সাংবাদিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ওয়েজ বোর্ড বাস্তবায়ন কেবল আর্থিক বিষয় নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের প্রশ্ন।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি নিউজের স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজারুল ইসলাম মাসুম, জেইউজি'র সিনিয়র সহ-সভাপতি শেখ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. রিপন শাহ, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি ফারদিন ফেরদৌস, কোষাধ্যক্ষ এস. এম. হাবিবুর রহমান হাবিব, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ. এম. কামাল হোসেন, দৈনিক বাংলা ভূমি’র সম্পাদক নজরুল ইসলাম আজহার, ডিবিসি নিউজের প্রতিনিধি মাহমুদা শিকদার, মাজহারুল ইসলাম কাঞ্চন ও বায়েজিত হোসেন প্রমুখ।

আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত

সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে এই আন্দোলন চলবে, যতদিন না সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়।”