যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত

Sadek Ali
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৪ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: দেখিয়েছে জরিনা সংসার করতে হবে সকিনার সাথে: হাসনাত আব্দুল্লাহ

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোরাদ আলী এবং সঞ্চালনা করেন উপজেলা সমবায় সহকারী পরিদর্শক সুলতানা তাপসী খামন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ শহীদুল আলম মুন্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ কনক।

সভায় কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকার সমবায় কর্মকর্তা, সমবায়ি ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৩ জনকে সমবায় সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন: ৩১ দফা বাস্তবায়নে আড়াইহাজারে বিএনপির নির্বাচনী জনসভা ও র‍্যালি

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব হচ্ছে। সমবায়ীরা যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, তেমনি পরিবার, সমাজ ও দেশকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বক্তারা আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায়ের ভূমিকা অপরিসীম, তাই সমবায়ীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।