রেল কর্তৃপক্ষের আশ্বাসে সিলেট রেলপথের অবরোধ প্রত্যাহার

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৫ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে শনিবার (১ নভেম্বর)  সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির সফলভাবে সম্পন্ন  হয়েছে। সকাল ১০ টা থেকে কর্মসূচি চলাকালে বেলা ২ টায় কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে রেল কর্তৃপক্ষের সাথে আন্দোলনকারীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে  রেল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবী পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিলে বেলা ২টায় রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। বৈঠকে রেলের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা ডিসিও মো: মহব্বতজান চৌধুরী, ডিইএন ঢাকা আহসান হাবীব, কুলাউড়া ট্রাফিক ইন্সপেক্টর শাহাজান পাটোয়ারী, কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ, কুলাউড়া উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক এবং আন্দোলনকারীদের পক্ষে সাবেক এমপি নবাব আলী আব্বাস খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ জাকির হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সম্পাদক এড: জসিম উদ্দিন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই ও অন্যতম সমন্বয়ক মোঃ খালেদ পারভেজ বখশ, পরিবহন শ্রমিক নেতা মো: ইসলাম উদ্দিন।  

মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই জানান বৈঠকে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সব আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি ও উন্নতমানের ইঞ্জিন সংযোজন; ডিসেম্বরের মধ্যে বন্ধ স্টেশন চালু; সিলেট-আখাউড়া রুটে দুটি লোকাল ট্রেন চালু; কুলাউড়া-সিলেট অংশে প্রতিটি আন্তনগরে ৪০ আসনবিশিষ্ট বগি যুক্ত; সিলেট-আখাউড়া রেলপথ সংস্কারের জন্য ১,৭৩৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ এবং ২০২৬ সালের জানুয়ারিতে সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি নতুন ট্রেন চালুর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: দেখিয়েছে জরিনা সংসার করতে হবে সকিনার সাথে: হাসনাত আব্দুল্লাহ

অবরোধের কারণে কুলাউড়া, মাইজগাঁও, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি আন্তনগর ট্রেন আটকা পড়ে। অবরোধ প্রত্যাহারের পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

কর্মসূচিতে সকাল থেকেই লাল পতাকা হাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কুলাউড়া রেলস্টেশনে জড়ো হন। আন্দোলন স্থলে কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা  এ্যাডভোকেট আবেদ রাজা, জামায়াতে ইসলামীর জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির প্রতি একাত্মতা জানান।

আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত