চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ

Sanchoy Biswas
শ্যামল সরকার, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৫৬ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে জাহানারা কফিলউদ্দিন পাটওয়ারী স্মৃতি সংসদের উদ্যোগে ও একাত্তর ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ বিতরণ ও দুঃস্থ রোগীদের নগদ অর্থ প্রদান করা হয়েছে।

৩১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী চান্দ্রা ইউনিয়নের সকদি বড় পাটোয়ারী বাড়িতে এই চিকিৎসা সেবা ও প্রায় অর্ধ লক্ষ টাকার ৫৬ প্রকার ঔষুধ বিনামূল্যে রোগীদের বিতরণ করা হয়। এছাড়াও জটিল রোগে আক্রান্ত ২ জন রোগীকে নগদ অর্থও তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট আবার ফিরবে: তামিম ইকবাল

অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জের ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, একটি গ্রামের মানুষের চিকিৎসা সেবায় এই আয়োজকরা যে ভূমিকা রাখলেন, তা দেখে যদি সমাজের অন্যরাও সামর্থ্যানুযায়ী এভাবে মানুষের জন্য নিবেদিত হয়ে এগিয়ে আসে। তাহলেই এই মহৎ উদ্যোগ সফল হবে। আমি আশা করব একাত্তর ফাউন্ডেশন এবং জাহানারা কফিলউদ্দিন পাটওয়ারী স্মৃতি সংসদে যারা সম্পৃক্ত, তারা এভাবেই সমাজে উন্নয়নমুখী জনকল্যাণকর কাজ অব্যাহত রাখবে।

ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্ব ও উপস্থাপনায় চিকিৎসা সেবার প্রাক্কালে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ চাঁদপুর জেলার সভাপতি ডাঃ নুরুল হুদা, নাগরিক টিভি ও দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, ডাঃ নেছার আহমেদ, একাত্তর ফাউন্ডেশনের প্রতিনিধি সোহেলসহ বিভিন্ন চিকিৎসক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: সিলেটে নিজ বাসার ছাদে আ.লীগ নেতা খুন