টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে নারী আহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৩ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ভেতর থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক স্থানীয় নারী আহত হয়েছেন। একই সময় এলাকায় একটি দোকানের ছাউনিতে আরেকটি তাজা গুলি এসে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার সন্ধ্যার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল বাগগুনা এলাকার সীমান্ত সংলগ্ন অঞ্চলে এ ঘটনা ঘটে। আহত ছেনুয়ারা ওই এলাকার বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী।

আরও পড়ুন: ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, ১২ ফেব্রুয়ারি বিপ্লব হবে ব্যালটের

আহত নারীর স্বামী আক্তার হোসেন বলেন, স্ত্রী ছোট বাচ্চাকে নিয়ে লেদা এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে হঠাৎ সীমান্তের ওপার থেকে ছোড়া একটি গুলি এসে তার পায়ে লাগে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নেয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

একই এলাকার মিজবা উদ্দিন নামে এক ব্যবসায়ী জানান, বিকেলে মিয়ানমারের দিক থেকে ছোড়া একটি গুলি আমার দোকানের ছাউনিতে এসে লাগে। আমরা তা সংগ্রহ করেছি এবং প্রশাসনকে জানিয়েছি।”

আরও পড়ুন: নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা, পরিবারের অভিযোগ নিযাতনের

উখিয়ার ৬৪ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক বলেন, এক নারী গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। তিনি কুতুপালং থেকে চিকিৎসা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যাচ্ছেন। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন,  ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।