ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হবে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:০২ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। নির্বাচনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন: কমলনগরে ইয়াবা ও দেহ ব্যবসায় বাধা দেওয়ায় বাড়ি-ঘর ভাঙচুর

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন প্রশাসনিক পদায়ন শুরু হবে। তবে এবারের নির্বাচনে গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আর রাখা হবে না বলে জানান তিনি।

দেশব্যাপী নিরাপত্তা জোরদার ও নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনিক মহলে নির্দেশনা পাঠানো হয়েছে বলেও প্রেস সচিব উল্লেখ করেন।

আরও পড়ুন: আগামী নির্বাচনে অনেক কাঁটা-কণ্টক পথ অতিক্রম করতে হবে: রিজভী