আগামী নির্বাচনে অনেক কাঁটা-কণ্টক পথ অতিক্রম করতে হবে: রিজভী
আগামী নির্বাচনে অনেক কাঁটা-কণ্টক পথ অতিক্রম করতে হবে। তাই আগামী নির্বাচন ফুল বিছানো রাজপথে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: শেরপুরের বারোমারি মিশনের ফাতেমা রানীর তীর্থোৎসবের প্রস্তুতি সম্পন্ন
জামায়াতে ইসলামিকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এক নেতা বলেছেন, নির্বাচন হতেও পারে, নাও হতে পারে। তাদের এই বক্তব্য শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে।
তিনি শেখ হাসিনাকেও ইঙ্গিত করে বলেন, শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশ থেকে পালিয়ে গেছেন। কিন্তু ভিন্ন দেশে গিয়েও তিনি বসে নেই, নানামুখী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। নির্বাচন যাতে না হয়, সেজন্য নির্দেশ দিচ্ছেন।
আরও পড়ুন: বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি আটক
তিনি আরও বলেন, যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, পরিবারের ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। সমাজের সজ্জন মানুষ, ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, কৃষক—প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবেন। কিন্তু হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন, যারা জনপদে রক্ত ঝরিয়েছেন তারা বিএনপির সদস্য হতে পারবেন না।
তিনি যোগ করেন, সমাজবিরোধীরা যদি দলে যোগ দিতে না পারে, তাহলে ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে আসবে। যার ফলশ্রুতিতেই ২৪-এ গণঅভ্যুত্থান হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।





