নরসিংদীতে আপন চাচার হাতে দুই ভাতিজা খুন
নরসিংদীর রায়পুরাতে বসত বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে আপন চাচার হাতে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শবিবার (১ নভেম্বর) বেলা পৌঁনে ১টায় উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবু্দ্ধি গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন, উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামের আবু তোহার ছেলে ফুরা মিয়া (২৬) ও তার ছোট শাকিল মিয়া (২২)।
আরও পড়ুন: ৩১ দফা বাস্তবায়নে আড়াইহাজারে বিএনপির নির্বাচনী জনসভা ও র্যালি
স্থানীয় সূত্রে জানা যায়, আবু তোহার সাথে তারই আপন ভাই আউয়াল মিয়ার সাথে বাড়ির বসতভিটা ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বসতবাড়ির ভেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই ভাই আউয়াল ও আবু তোহার মাঝে তুমুল বাকবিতন্ডাতার সৃষ্টি হয়। একপর্যায়ে আউয়াল মিয়ার পক্ষে তার ছেলে-মেয়েসহ স্বজনরা চাচা আবু তোহার সাথে বাকবিতন্ডাতায় লিপ্ত হয়। বাকবিতন্ডাতা তুমুল আকার ধারণ করলে ঘর থেকে আবু তোহার দুই ছেলে শাকিল ও ফুরা মিয়া বের হয়ে তারাও বাকবিতন্ডাতায় জড়িয়ে পরে। পরে আউয়াল মিয়া ও তার স্বজনরা দৌড়ে ঘর থেকে রামদা-ছুরা ও চাপাতি নিয়ে শাকিল ও ফুরা মিয়াকে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এতে তারা দু'জনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা কর্তৃক ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়েই আমি ঘটনাস্থলে ছুটে আসি। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত রামদা, ছুরা ও চাপাতি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ৩ জনকে আটক করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলেও তিনি জানান। এঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিস্থিতি উপ্তত্ত রয়েছে।





