নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে জেলেরা

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৪৩ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে আজ শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায়।

টানা এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নদীতে নামার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন নরসিংদীর মেঘনা, শীতলক্ষ্যা ও আড়িয়াল খাঁ  নদীর তীরবর্তী জেলেরা। সরজমিনে গিয়ে দেখা যায়, নরসিংদী সদর উপজেলার করিমপুর, জগতপুর, শ্রীনগর, আলোকবালি, মুরাদনগর, গয়েশকালিপুর, চরদিঘলদী, জিতরামপুর ও মেঘনাবাজার এবং রায়পুরা উপজেলার চড়আড়ালিয়া, বাঘাইকান্দি, নিলক্ষ্যায় নদী তীরবর্তী অঞ্চলের জেলেরা শনিবার মধ্যরাত থেকেই ইলিশ শিকারে নামতে পারবেন, তাই তারা টানা নিষেধাজ্ঞায় বন্ধ থাকায় তাদের মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলার প্রস্তুত রাখতে মেরামতের পাশাপাশি কয়েকদিন মাছ না ধরায় সেইসব জাল অনেকাংশে নষ্ট হয়ে যাওয়ায় নষ্ট অংশ কেঁটে ফেলে নতুন জাল জুড়ে জাল সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করেছেন তারা। কেউ কেউ আবার পুরোনো জালকেই বারবার মেরামত করে মাছ ধরার উপযোগী করেছেন। দীর্ঘ এই সময় মাছ ধরা থেকে বিরত থাকায় অনেক জেলের পরিবারেই দেখা দেয় আর্থিক সংকট। তারপরও তারা দীর্ঘ বিরতির পর এখন মাছের আশায় নদীতে নামার প্রহর গুনছেন।

আরও পড়ুন: পুরান ঢাকায় বাসার সিঁড়িতে শিক্ষার্থীর মরদেহ

এদিকে একাধিক জেলের সাথে কথা হলে তারা জানান, প্রতি মৌসুমেই তাদের ধার-দেনা করে জাল ও নৌকা মেরামতের কাজ সারতে হয়। এবারও অনেকে ঋণ নিয়ে নৌকা মেরামত করেছেন এবং নতুন জাল কিনেছেন। তারা আরও বলেন, আমরা আশাবাদী, নিষেধাজ্ঞা শেষে নদীতে প্রচুর মাছ পাবেন এবং সেই মাছ বিক্রি করে দ্রুতই লোনের টাকা পরিশোধ করতে পারবেন। এদিকে নিষেধাজ্ঞা কার্যকর করতে এ বছর মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও নৌপুলিশ কঠোর অবস্থানে ছিল।


আরও পড়ুন: টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে নারী আহত